চট্টগ্রামে ২২ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার): ইকো স্পোর্টস মাঠে অনুষ্ঠিত আন্তঃবেসরকারি স্কুল টুর্নামেন্ট-২৫ এ মুখোমুখি হয় চাইল্ড ফেয়ার একাডেমী এন্ড হাই স্কুল বনাম পাওয়ারসেল মডেল স্কুল। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে উত্তেজনাপূর্ণ এই খেলায় জয়লাভ করে চাইল্ড ফেয়ার একাডেমী এন্ড হাই স্কুলের দল পাইওনিয়ার। পরাজিত হয় পাওয়ারসেল মডেল স্কুলের দল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মানবতা কর্মী জনাব মনজুর আহম্মদ ফাউন্ডার জেনারেল ওয়েলফেয়ার ইয়ুথ ক্লাব । এছাড়া উপস্থিত ছিলেন চাইল্ড ফেয়ার একাডেমী এন্ড হাই স্কুলের সম্মানিত অধ্যক্ষ এম.এন. হুছাইন, পাওয়ারসেল মডেল স্কুলের অধ্যক্ষ জিয়াউল করিম এবং সহকারী শিক্ষক রাজু স্যার। দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা দর্শক হিসাবে খেলাটি উপভোগ করেন।
উল্লেখ্য, টুর্নামেন্টের এই ম্যাচে শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও ক্রীড়াসুলভ মনোভাবের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেন।