1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড এর এক যুগপূর্তি উদযাপন
December 10, 2025, 2:31 pm

এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড এর এক যুগপূর্তি উদযাপন

মোহাম্মদ ইউছুপ
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
  • 107 Time View

দেশের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড তাদের প্রতিষ্ঠার এক যুগপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কাস্টমার মিটআপ ও বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে। ২০১২ সালে প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

রবিবার সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ আকতারুজ্জামান সেন্টারে অবস্থিত কর্পোরেট কার্যালয়ে খতমে কোরআনের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদযাপনের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রথম দিনে কেক কেটে যুগপূর্তি উৎসবের শুভ সূচনা করেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী আবুল মনছুর।

এ সময় উপস্থিত ছিলেন—দৈনিক চাঁটগার চোখের সম্পাদক ও প্রকাশক একে এম জহুরুল ইসলাম, সাপ্তাহিক পূর্ববাংলা’র সম্পাদক ও প্রকাশক এম আলী হোসেন, দৈনিক গিরিদর্পণের পরিচালনা সম্পাদক এম কে মোমিন, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান পরিচালক ও মোনালিসা মিউজিকের কর্ণধার ফরিদ বঙ্গবাসী, সাপ্তাহিক আজকের সত্য সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ, কর্ণফুলী নিউজের সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংকের রেয়াজউদ্দিন বাজার শাখা ব্যবস্থাপক আনিসুল মোস্তাফা, নকশায়ন প্রপার্টিসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার স্নেহশীস দে, গ্রীণ ইন্টারন্যাশনালের সিইও বেলাল হোসেন, এমটিআই ট্রাভেল ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর তহিদ আলাল এবং স্যাম শিপিং এজেন্সি ও ইন্টারমেরিন শিপ সার্ভিসের ব্যবস্থাপনা অংশীদার ইমরানুল হকসহ আরও অনেকে।

দ্বিতীয় দিনের ক্লায়েন্ট মিটআপ অনুষ্ঠানে কেক কেটে সবার সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক দিনকাল-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল।

এ ছাড়া উপস্থিত ছিলেন—দৈনিক ভোরের আকাশের আবাসিক সম্পাদক কামাল পারভেজ, সনাতনী দর্পণের সম্পাদক ও প্রকাশক নিতাই ভট্টাচার্য, দৈনিক একত্তর বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক শেখ সেলিম, দৈনিক ঘোষণা’র ব্যুরো প্রধান মুজিব উল্লাহ তুষার, দৈনিক রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাহাবউদ্দিন, ভয়েস চট্টগ্রাম-এর চেয়ারম্যান ফরমান উল্লাহ, ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা রকিবুল ইসলাম সায়েম, দৈনিক ঈশান-এর সম্পাদক ও প্রকাশক খ. ম. ইব্রাহিম, সাপ্তাহিক পূর্বধারা’র সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ মহিউদ্দিন, সিল্ক রোড ট্রেডিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সহকারী পরিচালক কায়সার মাহমুদসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যবস্থাপনা পরিচালক বলেন

যুগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ আমিন মোহাম্মদ ফয়সল। তিনি বলেন, এক যুগেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে রেগুলার ও কাস্টম সফটওয়্যার তৈরি, শতাধিক স্বনামধন্য পত্রিকা ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ডিজাইন–ডেভেলপমেন্ট, ডোমেইন–হোস্টিংসহ নানা আইটিইএস সেবা দিয়ে আসছে।

তিনি আরও জানান, ২০২৬ সালের মধ্যে মধ্যম আয়ের ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য খুব স্বল্পমূল্যের সাবস্ক্রিপশনে একটি এসএমই অ্যাপ্লিকেশন বাজারে আনার প্রস্তুতি চলছে—যার মাধ্যমে প্রযুক্তি সেবার বাইরে থাকা ব্যবসায়ীরাও সহজেই ডিজিটাল সুবিধায় যুক্ত হতে পারবেন।

বর্তমানে প্রতিষ্ঠানটি প্রায় এক হাজারের বেশি গ্রাহককে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে আরও উন্নত, মানসম্মত ও আধুনিক সেবা প্রদানে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

দুই দিনের এ আয়োজনে প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ গ্রাহক, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

—মোহাম্মদ ইউছুপ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV