1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
কোহলিকে অধিনায়ক চাননা ৭৭ ভাগ ভারতীয়! - SHAPLA TELEVISION
August 11, 2025, 4:55 am

কোহলিকে অধিনায়ক চাননা ৭৭ ভাগ ভারতীয়!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৩, ২০২০
  • 511 Time View
বিরাট কোহলি.

ক্রীড়া ডেস্ক :
বিরাট কোহলিকে অনেকেই রানমেশিন হিসেবে দেখে এসেছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ১২ হাজার রান করার রেকর্ডও এখন তার দখলে। এরপরও ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলিকে ভারতের অন্তত ৭৭ শতাংশ মানুষই অধিনায়ক হিসেবে পছন্দ করছেননা!
অতি সম্প্রতি শেষ হওয়া সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে ২-০ তে সিরিজ জিতে নিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। যদিও নিয়ম রক্ষার শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে বেঁচেছে ভারত।
সিরিজে নিজের ৬৩ রান করার পথে ব্যক্তিগত একটি রেকর্ডও হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। ব্যক্তিগত ২৩ রানের সময় ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে ওয়ানডে ইতিহাসে তাঁর চেয়ে কম ইনিংসে ১২ হাজার রান আর কেউ করতে পারেননি।
আগের রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। ৩০০তম ইনিংসে ১২ হাজার রান করেছিলেন লিটল মাস্টার শচীন।
তবে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ হেরে যাওয়ায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সমালোচনায় মেতেছেন ভারতীয় ক্রিকেট বোদ্ধা ও সমর্থকেরা। সুযোগ থাকলে তো তাঁরা অধিনায়কের পদ থেকেই সরিয়ে দেন কোহলিকে।
একটি সংবাদ সংস্থা ভারতের ওয়ানডে দলে কোহলির অধিনায়কত্ব থাকা না-থাকার ব্যাপারে অনলাইনে জরিপ চালিয়েছে। জরিপে উঠে এসেছে অধিনায়ক কোহলির প্রতি অনাস্থা। ৬৭ হাজার ৬৫২ জন সমর্থকের মধ্যে ৭৭.২৮ ভাগ অধিনায়কত্বের পদ থেকে কোহলির অপসারণ চেয়েছেন। সেখানে মাত্র ১৫ হাজার ৩৭০ জন কোহলির পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে রোহিতকে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন ৫২ হাজার ২৮২ জন।
ওয়ানডেতে টানা ব্যর্থ হচ্ছে কোহলির ভারত। অস্ট্রেলিয়ার আগে এই বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৩-০ তে সিরিজ হেরেছিল ভারত। অর্থাৎ টানা পাঁচ ম্যাচ হেরেছে ভারত।
দলের এমন পারফরম্যান্সে কোহলির অধিনায়কত্বকেই ব্যর্থ মনে করা হচ্ছে। এর আগে কোহলির সাবেক সতীর্থ গৌতম গম্ভীরও প্রকাশ্যে কোহলির অধিনায়কত্বের সমালোচনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV