1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
খোল-নলচে পাল্টে যাচ্ছে কক্সবাজার পুলিশে : ১৪১৩ জনকে বদলী - SHAPLA TELEVISION
August 11, 2025, 4:56 am

খোল-নলচে পাল্টে যাচ্ছে কক্সবাজার পুলিশে : ১৪১৩ জনকে বদলী

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২০
  • 409 Time View

বার্তা বিভাগ :
নানাভাবে আলোচিত-সমালোচিত কক্সবাজার জেলা পলিশের খোল-নলচে পাল্টে নতুনভাবে ঢেলে সাজানোর পদক্ষেপ নেয়া হয়েছে। অতি অল্প সময়ে জেলার সর্বোচ্চ থেকে পুলিশ কনস্টেবল পর্যন্ত ১৪১৩ জনকে অন্যত্র বদলী করা হয়েছে।
জানা গেছে, কক্সবাজার জেলায় পুলিশ বিভাগকে ঢেলে সাজানোর অংশ হিসেবে সর্বশেষ জেলা পুলিশের ১ হাজার ১৪১ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে। এর আগে তিন দফায় জেলার পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পরিদর্শকসহ ২৭২ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনার পর পুলিশের কর্মকান্ড নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া শুরু হয়। এর জেরে জেলা পুলিশকে ঢেলে সাজাতে একযোগে সব সদস্যকে বদলির সিদ্ধান্ত নেয় পুলিশের সদর দপ্তর। ইতিমধ্যে ১ হাজার ৪১৩ জন সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে জেলা পুলিশের ১ হাজার ১৪১ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে। তাঁরা জেলার আটটি থানা, একাধিক পুলিশ ফাঁড়ি, আদালত, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ট্রাফিক বিভাগে কর্মরত। এর আগে পুলিশ সুপার থেকে শুরু করে এএসআই পর্যন্ত পদবির আরও ২৭২ জন পুলিশ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। দেশের ইতিহাসে জেলা পর্যায়ে এত বড় বদলির ঘটনা খুবই বিরল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV