স্টাফ রিপোর্ট,
ভোলার সদর উপজেলায় গৃহবধূকে গলায় বটি ধরে ধর্ষণ এবং সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করার ভয়াবহ ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জুলাই) গভীর রাতে, রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম কামাল মাঝি।
ভুক্তভোগী নারী বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দুই সন্তানের জননী।
ঘটনার বর্ণনায় যা জানা যায়:
ভুক্তভোগীর স্বামী পেশায় জেলে, বর্তমানে সাগরে অবস্থান করছেন। শ্বশুর-শাশুড়িও ঢাকায় আছেন। তাই তিনি সন্তানদের নিয়ে একাই ছিলেন শ্বশুরবাড়িতে।
সেই রাতে সিঁধ কেটে কামাল মাঝি ও একজন অজ্ঞাত সঙ্গী ঘরে ঢোকে। চিৎকার করতে গেলে ওড়না দিয়ে মুখ চেপে ধরে, গলায় বটি ধরে ভয় দেখায়। এরপর তার সন্তানকেও হুমকি দিয়ে তার গলায়ও বটি ধরে।
পরে কামাল মাঝি ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে এবং তাকে ধর্ষণ করে। ঘটনা কাউকে জানালে ভিডিও ভাইরাল করার এবং সন্তানদের হত্যার হুমকি দেয়।
হাসপাতাল ও পুলিশের বক্তব্য:
ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম জানান, নির্যাতিতা নারী চিকিৎসাধীন এবং তার প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
ভোলা সদর থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত অভিযোগ না পেলেও, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।