চট্টগ্রাম নগরীর ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর ওয়ার্ড কমিটির অনুষ্ঠান ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ডাবল মুরিং থানা কমিটির আহ্বায়ক মোবারক আলী সর্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাবল মুরিং থানা কমিটির সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মনজুর আহাম্মদ ও মোহাম্মদ ইশতিয়া রাফি।
সভায় থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা তাঁদের বক্তব্যে আল্লাহর অনুগত্য ও ভালোবাসাকে পাথেয় করে মানবতার সেবায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দের মাঝে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ ও আত্মিক আবহের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ, এরপর মিলাদ ও কিয়াম, এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দর ও ভাবগম্ভীর পরিবেশে সমাপ্ত হয়।