নরসিংদী প্রতিনিধি |
এসএসসি ২০২৫ সালের ফলাফলে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস (এনকেএম)। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছে, যা দেশের শিক্ষা অঙ্গনে দারুণ চমক তৈরি করেছে।
ফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দে মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। সবার চোখেমুখে তৃপ্তি আর গর্বের ছাপ। দেশের বহু নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের চেয়েও এগিয়ে থাকা এই ফলাফলে খুশি শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে এলাকাবাসীও।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত সাফল্য অর্জন করে আসছে এনকেএম, তবে এবারের ফলাফল তাদের ইতিহাসে অনন্য এক রেকর্ড। এই সাফল্য এসেছে কঠোর পরিশ্রম, নিয়মশৃঙ্খলা ও শিক্ষার প্রতি একনিষ্ঠতা থেকে।
বিদ্যালয়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান এই সফলতার জন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “নিয়মানুবর্তিতা আর নিষ্ঠা থাকলে দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমন সাফল্য অর্জন করতে পারে।” শিক্ষকরাও তাদের ছাত্রছাত্রীদের এমন ফলাফলে উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন।