1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
মার্কেটে নারী ও শিশুদের হয়রানী বন্ধের দাবি নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের - SHAPLA TELEVISION
August 13, 2025, 7:30 am

মার্কেটে নারী ও শিশুদের হয়রানী বন্ধের দাবি নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২০, ২০১৯
  • 365 Time View

 

প্রতি র্বছর রোজায় এবং ঈদের কেনা-কাটার সময় নগরীর বিভিন্ন মার্কেটে এবং মার্কেটের সামনে নাজেহাল হওয়ারর্ ঘটনা ঘটে। ছিনতাই এবং প্রতারণা ও সহজে শিকার হন নারীরা। মার্কেটে আসা শিশুদের নিরাপত্তায় মার্কেটে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ ও নিতে দেখা যায় না। বিষয়গুলোকে এখনই গুরুত্ব দিয়ে সমাধান করার দাবি জানিয়েছে নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন নেতৃবৃন্দ।
আজ ৫ জুন রবিবার দুপুরে ২৭নং আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এইচ.এম. সোহেলের সাথে নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ দাবি জানান। নেতৃবৃন্দ ওই ওয়ার্ডের অধীন আগ্রাবাদ ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট, লাকি প্লাজা, ছোটপুল এলাকার সমবায় সিঙ্গাপুর মার্কেটসহ অন্যান্য মার্কেটে বিষয়টি নিশ্চিতের আহŸান জানান। কাউন্সিলর আলহাজ্ব এইচ.এম. সোহেল নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশন নেতৃবৃন্দে আহŸানকে সাদুবাদ জানিয়ে মার্কেট কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল, সংগঠনের সভাপতি এইচ.এম. ওসমান গণি চৌধুরী, মঞ্জুর আহমদ, পারভিন সুলতানা, দেওয়ান নাজনীন, পিংকু, আবু সাঈদ তনু প্রমুখ।
এর আগে সংগঠনের বড়পোলস্থ কার্যালয়ে এক বৈঠকে মার্কেটে নারী ও শিশুদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করা হয়। এগুলোর সমাধানে সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান বক্তারা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV