1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
সাইবার হামলা বিষয়ে গুগলের সতর্কতা - SHAPLA TELEVISION
August 7, 2025, 1:30 pm

সাইবার হামলা বিষয়ে গুগলের সতর্কতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
  • 84 Time View

হঠাৎ করেই সাইবার হামলা নিয়ে সতর্কতা জারি করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী বছর উল্লেখযোগ্যভাবে সাইবার বাড়তে পারে বলে সতর্ক করেছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি।
গুগল ক্লাউড প্ল্যাটফর্মের গবেষকরা আশঙ্কা করছেন, এ সময়ে সাইবার হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের ব্যবহার বেড়ে যাবে।
সম্প্রতি প্রকাশিত ‘সাইবার সিকিউরিটি ফোরকাস্ট ২০২৫’ প্রতিবেদনে গুগল জানিয়েছে, সাইবার হামলাকারীরা এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে আরও বিশ্বাসযোগ্য ফিশিং, এসএমএস ও সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক কনটেন্ট তৈরি করবে। যেগুলোর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা ফাঁদে পা দেবেন।
গুগল ক্লাউড সিকিউরিটির গবেষকরা আরও সতর্ক করেছেন, হ্যাকাররা জালিয়াতি, পরিচয় চুরি ও নো-ইওর-কাস্টমার (কেওয়াইসি) যাচাইকরণ সিস্টেম হ্যাক করতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, হ্যাকাররা সিস্টেমের দুর্বলতা শনাক্ত, লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ ও ম্যালিশিয়াস সফটওয়্যার কোড লেখার মতো কাজের জন্য এআই ব্যবহার করতে পারে। এতে হামলাগুলো আরও বিপজ্জনক হয়ে উঠবে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, এআই টুলগুলো সহজলভ্য হওয়ায় আগামী বছর বিভিন্ন প্রতিষ্ঠানে আরও বেশি সাইবার হামলার মুখোমুখি হতে পারে। ২০২৫ সাল হবে সাইবার নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি রূপান্তরমূলক বছর। অদূর ভবিষ্যতে পুরোপুরি স্বায়ত্তশাসিত হওয়ার আগে প্রযুক্তিটি আগামী বছর আধা স্বায়ত্তশাসিত নিরাপত্তা কার্যক্রম শুরু করবে।
গুগল ক্লাউড দলের দাবি, র্যানসমওয়্যার হামলা ও তথ্য চুরির নানা ঘটনা আগামী বছরেও বিভিন্ন প্রতিষ্ঠানে সমস্যা সৃষ্টি করতে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV