অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণিল আয়োজন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, গভ. রেজিঃ নং—১৩২৭৬, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন আগামী ১৮ নভেম্বর ২০২৫ ইং, মঙ্গলবার, চট্টগ্রাম নগরীর জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর প্রিন্স অফ চিটাগাং কমিউনিটি কমপ্লেক্স, ওয়াপদা মোড়, হালিশহরে অনুষ্ঠিত হবে এ সংবর্ধনা।
শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিসহ ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন। নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের দীর্ঘদিনের অঙ্গীকার—
“সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।”
মানবসেবার এ আদর্শকে সামনে রেখে এবার কৃতি শিক্ষার্থীদের উজ্জীবিত করতে, এ বছরের সংবর্ধনা অনুষ্ঠানকে দিচ্ছে নতুন মাত্রা ও শক্তি—যা তরুণ প্রজন্মের স্বপ্নযাত্রায় হবে অনুপ্রেরণার দিশারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জনাব আলহাজ্ব আবুল বাশার আবু, প্রধান পৃষ্ঠপোষক, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন, এবং চেয়ারম্যান ও সিইও, বাশার গ্রুপ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন— জনাব আমানুল আলম, জেনারেল ম্যানেজার, বনফুল এন্ড কোম্পানি।
সূচনা বক্তব্য দেবেন— সাংবাদিক জনাব এমরানুল ইসলাম মুকুল, উপদেষ্টা, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন— জনাব মোঃ মাহফুজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— জনাব আলহাজ্ব কাজী এম এম ইউসুফ আলী চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার্ড কল্যাণ সমিতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— জনাব মোহাম্মদ ওসমান, নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— জনাব মোঃ হারুনুর রশিদ, সভাপতি, মক্কা শাখা, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন— জনাব এইচ এম ওসমান গণি চৌধুরী, চেয়ারম্যান, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
আগামী দিনের আলোকযাত্রা
ফাউন্ডেশন বিশ্বাস করে—একটি শিক্ষিত, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্মই পারে দেশকে এগিয়ে নিতে। তাই জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা শুধুমাত্র সম্মাননা নয়; বরং তাদের ভবিষ্যতের প্রতি সংগঠনের আস্থার বহিঃপ্রকাশ। আগামী ১৮ নভেম্বরের এই অনুষ্ঠান তাই হয়ে উঠছে কৃতি শিক্ষার্থীদের সামনে নতুন স্বপ্ন, নতুন দায়িত্ব ও নতুন আলোকপ্রাপ্তির প্রতীক।
মোহাম্মদ ইউছুপ/