ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ শিশু-কিশোরদের মনে সবচেয়ে বেশি আলোড়ন তোলে। এই অনুভূতিকে মাথায় রেখে শাপলা টেলিভিশন আয়োজন করেছে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘শাপলা কুঁড়ির ঈদ’।
করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। ধর্মীয় ভাব-গাম্ভীর্য এবং আনন্দ; এই দুইয়ের মিশেল করা হয়েছে এই অনুষ্ঠানে। এখানে নিখাদ বিনোদনের আমেজ পাওয়া যাবে বলে আশা করছে শাপলা পরিবার।
ছোট্ট সোনামণিদের নিয়ে অভিভাবকরা নিশ্চিন্তে দেখতে পারবেন শাপলা কুঁড়ির ঈদ অনুষ্ঠানটি। আজ ১৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় (মাগরিবের নামাজের পর) শাপলা টেলিভিশনের ইউটিউব পেইজে প্রকাশ হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি দেখতে ইউটিউবে গিয়ে সার্চ করে সাবস্ক্রাইব করে বেল আইকনের সিলেক্ট করে নিন।