1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
কলেজছাত্র হত্যায় সাতজনের যাবজ্জীবন - SHAPLA TELEVISION
December 13, 2025, 5:23 pm

কলেজছাত্র হত্যায় সাতজনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
  • 225 Time View

জামালপুরে কলেজছাত্র লিটন হত্যা মামলার রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. মিজান, মো. সোহেল, মো. সুমন, মো. লাভলু, হেলাল উদ্দিন, মো. মিজান ও মো. মজিবুর রহমান। এদের মধ্যে মো. মজিবর রহমান পলাতক। তাদের সবার বাড়ি সদর উপজেলার রামদেবাবাড়ি গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জানুয়ারি সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় কলেজ ছাত্র লিটনকে জবাই হত্যার পর দেহ আগুনে পুড়ে ফেলার চেষ্টা হয়। লিটন তুলশীপুর ডিগ্রি কলেজের এইচএসসি’র ছাত্র ছিলেন। তিনি একটি স্থানীয় সমিতির সদস্য ছিলেন। সেখানে টাকা লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় লিটনের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট নির্মলকান্তি ভদ্র ও এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV