1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
উগান্ডা তো দূরে থাক, নিজেদেরই হারাতে পারবে না ভারত - SHAPLA TELEVISION
August 11, 2025, 7:49 am

উগান্ডা তো দূরে থাক, নিজেদেরই হারাতে পারবে না ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ৯, ২০২৪
  • 97 Time View

গতকাল শুক্রবার ডারবানে টি-টোয়েন্টিতে ভারতের দাপট দেখেছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাঞ্জু স্যামসনের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে প্রোটিয়াদের ২০৩ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। রান তাড়ায় ইনিংসের ১৩ বল বাকি থাকতে ১৪১ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৬১ রানের জয়ে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সূর্যকুমার যাদবের দল।
ডারবানে ২৭ ছক্কার ম্যাচে ঝড়টা বেশি গেছে দক্ষিণ আফ্রিকার বোলাদের ওপরই। এর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ ও প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টানা দুই সেঞ্চুরি করার পথে একাই ১০ ছক্কা মারেন স্যামসন। ভারতীয় ব্যাটসম্যানের ৫০ বলে ১০৭ রানের ইনিংসে ৭টি চারও ছিল। এছাড়া সূর্যকুমারের ২১ ও তিলক ভার্মার ৩৩ রানে দুই শ পেরিয়ে যায় সফরকারীরা।
জবাবে পাওয়ার প্লে-র ৬ ওভারে ৪৯ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপরও ডেভিড মিলার-হেনরিখ ক্লাসেনের চতুর্থ উইকেট জুটির ৪২ রানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্রোটিয়ারা। কিন্তু ১২তম ওভারে দুজনকেই ফিরিয়ে ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে নিয়ে আসেন বরুণ চক্রবর্তী। শেষ দিকে জেরাল্ড কোয়েৎজে ১১ বলে ২৩ রান করলেও ততক্ষণে ম্যাচ নিয়ে আগ্রহ হারিয়ে গেছে।
টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের চলতি বছর এটি ছিল ২২তম জয়। সেটাও এসেছে ২৩ ম্যাচে। এর মধ্যে ভারত জিতে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। বছরের একমাত্র হারটা ছিল গত জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে। চলতি বছর টি-টোয়েন্টিতে শতকরা ৯৫.৬ ভাগ ম্যাচই জিতেছে ভারত। জয়ের হারের দিক থেকে যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ।
এরপরও এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়া হবে না ভারতের। এ বছর আর মাত্র ৩টি টি-টোয়েন্টি খেলবেন সূর্যকুমার-হার্দিক পান্ডিয়ারা। সেটা চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজেই। এ তিনটি ম্যাচ জিতলেও এ বছর খেলা ২৬ টি-টোয়েন্টিতে ভারতের জয় হবে ২৫ টি।
গত বছর টি-টোয়েন্টিতে এক বছরের সর্বোচ্চ ২৯ ম্যাচ জয়ের রেকর্ডটা নিজেদের করে রেখেছে উগান্ডা। সে রেকর্ডটাও গড়েছিল ভারতের ২০২২ সালের গড়া ২৮ ম্যাচ জয়ের রেকর্ডকে পেছনে ফেলে। অর্থাৎ এক পঞ্জিকা বর্ষে জয়ের ক্ষেত্রে উগান্ডার রেকর্ড তো দূরের কথা, দুবছর আগে নিজেদের গড়া রেকর্ডের পেছনে থেকে বছর শেষ করতে হবে ভারতকে।
গত বছর ২৯ জয়ের রেকর্ড গড়ার পথে উগান্ডা খেলেছে ৩৩ ম্যাচ। অর্থাৎ শতকরা ৮৭.৯ ভাগ ম্যাচে জয়ের দেখা পেয়েছে তারা। উগান্ডার আগে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটি ছিল ভারতের দখলে।
ওই বছর টি-টোয়েন্টিতে ৪০টি ম্যাচের ১টিতে ফল হয়নি ও ১টি ম্যাচের ফল সমতায় শেষ হয়েছে, ২৮ জয়ের বিপরীতে হেরেছে ১০টিতে। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চার থেকেও বাদ পড়েছেন কোহলি-রোহিতরা। সবমিলিয়ে সে বছর ভারতের জয়ের শতকরা হার ছিল ৭০ শতাংশ।
এক পঞ্জিকা বর্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ জয়:
ম্যাচ জয় দেশ সাল জয়ের শতকরা হার
২৯ উগান্ডা ২০২৩ ৮৭.৯%
২৮ ভারত ২০২২ ৭০.০%
২২ ভারত ২০২৪ ৯৫.৬%
২১ তানজানিয়া ২০২২ ৭২.৪%
২০ পাকিস্তান ২০২০ ৬৯.০%

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV