1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
মেঘলা দিনে পারকি সৈকতে উচ্ছাসিত পর্যটকেরা - SHAPLA TELEVISION
August 10, 2025, 3:19 am

মেঘলা দিনে পারকি সৈকতে উচ্ছাসিত পর্যটকেরা

মোঃ ইউছুপ
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
  • 141 Time View

শীতের অন্যান্যদিনের মতো প্রকর রোদও ছিলোনা আজ, ছিলোনা কাঁপানো ধরানো শীতল বাতাসও, হাল্কা মিষ্টি রোদ আর কেশবতী রমনীদের চুল উড়ানো বাতাসে আজকের পারকি সমুদ্র সৈকতটা যেন ভিন্নরূপ ধারণ করেছে। সারা বছরের ক্লান্তি দূর করতে শিশু-কিশোররা মেতেছে আনন্দ উল্লাসে। তবে অব্যবস্থাপনা ও দখল-বেদখলে বেহাল পারকি সমুদ্র সৈকতের বাহ্যিক সৌন্দর্য। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে ক্ষোভ প্রকাশ করেছে পর্যটকেরা তবে পারকি সমুদ্র সৈকত নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে জানান আনোয়ারা উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

সরেজমিনে পারকি সমুদ্র সৈকত পরিদর্শন করে দেখা যায়, “শিশু-কিশোরেরা সমুদ্রের লবন পানিতে ঢেউয়ের সাথে খেলা করছে, ফুটবল নিয়ে ব্যস্ত অনেকেই, অনেকেই আবার সুন্দর মুহুর্তগুলোকে ফ্রেম বন্দী করতে ব্যস্ত। নিজের সারা বছর ক্লান্তি দূর করতে অনেকেই নিষ্পলক উপভোগ করছেন সমুদ্রের রূপ সৌন্দর্য। দেখা যায়, সৈকতে নামার প্রধান সড়কে সংস্কারের নামে সপ্তাহ খানেক আগে থেকে রড বিছিয়ে ফেলে রেখেছে। বন্ধ রয়েছে সংস্কার কাজ। বিকল্প মাটির সড়কে পর্যটকের গাড়ি চলাচল করছে। বীচের যেসব দোকানপাট বীচের উপর ঝাউবাগানে ছিলো এসব দোকান এখন বীচে স্থাপন করা হয়েছে।  যার ফলে দখল হয়ে আছে বীচের বৃহৎ অংশ। বীচে মোটরসাইকেল নামানো নিষিদ্ধ থাকলেও দেদারসে চলছে মোটরসাইকেল। পুরো বীচ জুড়ে দেখা যায়নি আইনশৃংখলা বাহিনীর কোনে সদস্যকে।

পতেঙ্গা থেকে আসা ইউছুফ আলী নামের এক পর্যটক জানান, বাচ্চাদের নিয়ে পারকিতে ঘুরতে এসেছি। আজকের পরিবেশ অনেক ভালো। বাচ্চাদের মন-মেজাজ খুব ফুরফুরে হয়েছে।  খুবই চঞ্চলতার সাথে ছুটে-বেড়াচ্ছে।

শিক্ষাসফরে আসা চট্টগ্রাম বিএফ শাহীন কলেজের শিক্ষিকা হালিমা নিশাত জানান, “বরাবরের মতো পারকি সমুদ্র সৈকতটা ভালো লাগে। এবার নাগরদোল, ঘোড়াসহ বিভিন্ন রাইড সংযুক্ত করা হয়েছে। সব কিছু দেখে খুব ভালো লাগছে। তবে মোটরসাইকেলগুলোর জন্য নির্দিষ্ট জায়গা করে দিলে ভালো হবে। কারণ বীচে বাচ্চারা ছুটাছুটি করছে কিন্তু হুটহাট করে বাইকগুলো সামনে চলে আসছে।

আইনশৃঙ্খলার বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ” পর্যটকদের নিরাপত্তার জন্য আমাদের ফোর্স মোতায়েন থাকে। এছাড়া বীচে মোটরসাইকেল নামালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, হয়তো পুলিশ চলে আসলে বিভিন্ন রাস্তা দিয়ে তারা বীচে নেমে যায় আবার।

পারকি সমুদ্র সৈকতের সার্বিক বিষয়ে বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, পারকিতে বীচের মধ্যে দোকানপাট স্থাপনের বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দোকানপাটগুলোকে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে আসা হবে। এছাড়া পারকি সমুদ্র সৈকত নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে তাই আপাতত আমরা কোনো উদ্যোগ নিচ্ছিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV