1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে ‘পর্ন ভিডিও’, ভাঙা হল ঢিল মেরে - SHAPLA TELEVISION
August 13, 2025, 5:13 am

কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে ‘পর্ন ভিডিও’, ভাঙা হল ঢিল মেরে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪
  • 125 Time View

ঢাকার কমলাপুর স্টেশনে অনুসন্ধান বুথের ডিসপ্লে মনিটরে মধ্যরাতে হঠাৎ করে পর্ন ছবি প্রদর্শনের পর তা বন্ধ করতে না পেরে ঢিল মেরে ভেঙে ফেলা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ গত শুক্রবার মধ্যরাতের এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
রেলওয়ের কর্মকর্তারা বলেন, গত শুক্রবার মধ্যরাতে কমলাপুর স্টেশনের টিকেট কাউন্টারের সামনের ডিসপ্লে বোর্ডে হঠাৎ পর্ন ছবি প্রদর্শন হতে থাকে। বিষয়টি কয়েকজনের নজরে এলে তারা বন্ধের চেষ্টা করেন। পরে বন্ধ করতে না পেরে ইট মেরে ডিসপ্লে বোর্ড ভেঙে ফেলেন সেখানে থাকা একজন।
কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, “ওই দিন একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। স্টেশনের একটা মনিটরে কেউ একজন খারাপ ভিডিও প্রদর্শন করেছিল। কে চালিয়েছে সেটা খুঁজে বের করতে আমাদের রেলওয়ের বিভাগীয় কমিটি হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে পুলিশও তদন্ত করছে।”
ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ সোমবার বলেন, স্টেশনের অনুসন্ধান কাউন্টারের সামনে সময়সূচি দেখানোর মনিটরে একটা ভিডিও চলে আসে। তবে মধ্যরাত হওয়ায় যাত্রী তেমন ছিল না।
”আমরা বুঝতে পারছি না বিষয়টি কীভাবে হল। এজন্য কমিটি করে দিয়েছি, পুলিশও বিষয়টি তদন্ত করছে। তারা সহজের অফিসেও গেছে, কথা বলে তথ্য নিয়েছে। আমাদের কমিটিকে সহায়তা করতে সহজের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “যদি কোম্পানির কোনো ফল্ট থাকে তাহলে তাদের দায়ী করা হবে।”
অনুসন্ধান কাউন্টারের সামনের মনিটরগুলো তদারক করে রেলওয়ের টিকেট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সহজ ডটকম।
এ বিষয়ে জানতে সহজের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদেরের মোবাইল ফোনে কল দিলে তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপ নম্বরে বিষয়টি জানতে বার্তা দেওয়ার হলেও তিনি সাড়া দেননি।
এর আগে গত ২৭ অক্টোবর কমলাপুরে রেলওয়ের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনায় রেলওয়ের এক প্রকৌশলীকে বরখাস্ত, নিরাপত্তাবাহিনীর এক সদস্যকে বদলি করা হয়েছিল। পাশাপাশি জিআরপি থানায় মামলাও করে রেলওয়ে।
রেল কর্মকর্তা মহিউদ্দিন আরিফ বলেন, গত অক্টোবরের ওই ঘটনার পর কিছু ডিসপ্লে বোর্ডের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। রেলওয়ের মনিটরে যেন আপত্তিকর কোনো কন্টেন্ট না আসে সে বিষয়ে সতর্ক করে সহজকে আগেও চিঠি দিয়েছিল রেলওয়ে। তারপরও তারা এবারের বিষয়টি ঠেকাতে ব্যর্থ হয়েছে।
“আমরা তাদের চিঠি দিয়ে বলেছি আপনাদের সিস্টেম নিরাপদ করেন। এইখানে যেন কোনো বিব্রতকর ভিডিও, কন্টেন্ট না আসে। তারাও আমাদের আশ্বস্ত করেছিল তাদের সার্ভার নিরাপদ করবে। কিন্তু তারপরও এমন কেন হলো সে বিষয়ে আমরা সহজের কাছে ব্যাখ্যা চাইব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV