1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
হবিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর বাবার ‘আত্মহত্যা’ - SHAPLA TELEVISION
August 13, 2025, 9:55 pm

হবিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর বাবার ‘আত্মহত্যা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
  • 59 Time View

“আমার ভাই ও ভাবির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই থাকত।”

হবিগঞ্জের চুনারুঘাটে দাম্পত্য নিয়ে কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।

শুক্রবার মধ্যরাতে চুনারুঘাট উপজেলার রাণীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) এ কে এম সালিমুল হক জানান।

মৃতরা হল- আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩৫), তার শিশু সন্তান খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

স্থানীয়দের বরাতে সালিমুল হক বলেন, “আব্দুর রউফ ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এছাড়াও তিনি ঋণগ্রস্ত ছিলেন। শুক্রবার মধ্যরাতে রউফের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। তখন স্ত্রী কোলের সন্তানকে নিয়ে ঘর থেকে বেড়িয়ে যান।

“এরপর রউফ দুই শিশু সন্তান খাদিজা ও আয়েশাকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ খান। বিষয়টি আঁচ করতে পেরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।”

আশঙ্কাজনক অবস্থায় রউফকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

রউফের ছোট ভাই সোহাগ মিয়া বলেন, “আমরা পাশের একটি ঘরে ঘুমে ছিলাম। হঠাৎ করে চিৎকারের শব্দ শুনে গিয়ে দেখি, আমার দুই ভাতিজি ও ভাই পড়ে রয়েছে। পরে তাদেরকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমার ভাই ও ভাবির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই থাকত।”

হবিগঞ্জ জেলা সদর হাসাপাতালের মেডিকেল অফিসার সাফায়াতুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার রাত ১টার দিকে আব্দুর রউফকে হাসপাতালে আনা হয়, তখন তিনি বেঁচে ছিলেন। তার দুই শিশু সন্তানকে এর আগে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। রউফ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে মারা যান।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV