1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
সোমবার থেকে ৫ দিন বন্ধ থাকবে চট্টগ্রামের কালুরঘাট সেতু - SHAPLA TELEVISION
August 12, 2025, 6:36 am

সোমবার থেকে ৫ দিন বন্ধ থাকবে চট্টগ্রামের কালুরঘাট সেতু

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২০
  • 436 Time View
কালুরঘাট সেতু (ফাইল ছবি)

চট্টগ্রাম অফিস :
ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের কারণে ৫ দিনের জন্য রাতে যানাবহন চলাচল বন্ধ থাকবে চট্টগ্রামের কালুরঘাট রেল সেতু। তবে এই সেতু দিয়ে সড়কপথের যানবাহনও চলাচল করে। সোমবার থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে।
সংস্কার কাজের এক মাস না যেতেই চট্টগ্রামের কালুরঘাট সেতুতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও ব্রীজের পাটাতন উঠে যাওয়া এবং রেলিং ভেঙে যাওয়ায় কালুরঘাট সেতু আবারও মেরামতের প্রয়োজন হয়ে পড়েছে। এ জন্য আগামী ৭ সেপ্টেম্বর সোমবার থেকে ১১ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত ৫ দিন যান চলাচল বন্ধ থাকবে।
রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান এব্যাপারে জানান, কালুরঘাটের ব্রিজে মেরামতের জন্য রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরণের যানবাহন চলাচল ৫ দিন বন্ধ থাকবে।
৯০ বছর বয়সী মেয়াদোত্তীর্ণ কালুরঘাট সেতুর ওপর দিয়ে ঝুঁকি ও ভোগান্তি নিয়ে দিনে প্রায় ১ লাখ লোক পারাপার হচ্ছে। চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার তিন ইউনিয়নের প্রায় ২০ লাখ মানুষ সরাসরি এই সেতুর ওপর নির্ভরশীল। এছাড়া দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটের গাড়িও এই সেতু দিয়ে বিভিন্ন সময় চলাচল করে। সেতুর পূর্ব পাড়ে বোয়ালখালী অংশে প্রায় ৫০টি কলকারখানা রয়েছে। সেতু নড়বড়ে হওয়ায় এসব কারখানা পণ্য পরিবহন করতে পারেনা।
কালুরঘাট ব্রীজটি পননির্মাণের জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন। এই ব্রীজটি সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার জনগণের সুবিধার পাশাপাশি কারখানার মালামাল পরিবহনেও অনেক সুবিধা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV