চট্টগ্রাম, ১৯ ডিসেম্বর ২০২৫:
নগরফুলের নিজস্ব বিদ্যাপীঠ নগরফুল পাঠশালার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি “শীত আসবে শিশু হাসবে—উষ্ণতার পরশে”-এর ৭ম পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রামের সাগরিকা এলাকার জেলে পাড়ায় নগরফুল পাঠশালার নিজস্ব স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে সভাপতিত্ব করেন পাঠশালার পরিচালক আয়েশা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের চেয়ারম্যান বায়েজিদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের সম্মানিত সভাপতি মোহাইমেনুর রহমান মাহিম এবং কার্যকরী সদস্য আল রিজোয়ান চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরফুল শীত ইভেন্টের আহ্বায়ক শামিবুল হাসান শামীম, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম তুষারসহ নগরফুলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত বিপ্লবী শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথি, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।
অতিথিদের বক্তব্যে বলা হয়, নগরফুল দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো কেবল দায়িত্ব নয়, বরং এটি একটি মানবিক কর্তব্য।
নগরফুলের চেয়ারম্যান বায়েজিদ সুমন বলেন, “জাতির ভবিষ্যৎ শিশুদের জন্য শীতের কষ্ট যেন বাধা হয়ে না দাঁড়ায়—এই লক্ষ্যেই আমরা এক দশকেরও বেশি সময় ধরে শীতবস্ত্র বিতরণ করে আসছি। আমরা চাই প্রতিটি শিশুর মুখে হাসি ফুটুক।”
পাঠশালা পরিচালক আয়েশা আক্তার বলেন, “নগরফুলের এই মানবিক আয়োজন ভবিষ্যতেও আরও সুদীর্ঘ ও বিস্তৃত হবে। যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উষ্ণতা পৌঁছে যাচ্ছে, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”