1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
তাকওয়াভিত্তিক জীবন গড়াই আহলে সুন্নাতের প্রকৃত শিক্ষা - SHAPLA TELEVISION
October 21, 2025, 10:56 am

তাকওয়াভিত্তিক জীবন গড়াই আহলে সুন্নাতের প্রকৃত শিক্ষা

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১৩, ২০১৯
  • 396 Time View

*আগামী ১১ রবিউল আউয়াল সৈয়দ বাড়ি দরবার শরিফে জশনে জুলুছ
এবং ১৫ ডিসেম্বর অধ্যক্ষ হযরত শামসুল হুদা (রহ.) এর ওরছে পাক *
সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা বলেছেন, সকল কাজের জন্য পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার কথা মনে থাকলে মানুষ কখনো অন্যায়-অপরাধ ও সীমালংঘন করতে পারে না। তাকওয়াভিত্তিক আদর্শনিষ্ঠ জীবন গড়াই আহলে সুন্নাতের প্রকৃত শিক্ষা। গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ এর উদ্যোগে আগামী ১১ রবিউল আউয়াল অধ্যক্ষ হযরত শামসুল হুদা (রহ.) এর মাযার প্রাঙ্গণ হতে পবিত্র জশনে জুলুছ এবং ১৫ ডিসেম্বর সৈয়দ বাড়ী দরবার শরিফে অধ্যক্ষ হযরত শামসুল হুদা (রহ.) এর ২৩ তম ওরছে পাক সফলকল্পে ১২ অক্টোবর বিকালে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উক্ত অনুষ্ঠানদ্বয়ে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা জসিম উদ্দিন আলকাদেরি, আলহাজ¦ আবু আহম্মদ সওদাগর, মাস্টার মুহাম্মদ বশর, মুহাম্মদ ইউসুপ বেকারী, মাওলানা মহিউদ্দিন কাদেরি, মুহাম্মদ সরোয়ার আলম, মুহাম্মদ নুরুল আলম মোল্লা, সৈয়দ তাওছিফুল হুদা, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আবেদী, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ মফিজ জিয়া উদ্দিন, মুহাম্মদ জহির উদ্দিন বাবর, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ আবু সওদাগর, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ নুরুল হাকিম, মুহাম্মদ মাস্টার ইসমাইল, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ জাহাঙ্গীর, সৈয়দ আসাফুদ দৌলা হেলাল, মুহাম্মদ এরশাদুল আলম, মুহাম্মদ ফারুক সোয়াইব, মুহাম্মদ ওসমান, মুহাম্মদ মাস্টার নাজিম, মুহাম্মদ ফিরোজ, মুহাম্মদ হামিদ বেলাল, মুহাম্মদ আবছার প্রমুখ। সালাত সালাম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি-কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV