1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
অল্প পরিসরে বিশাল আয়োজন সুবিধা বঞ্চিত শিশুদের ফ্রী স্কুল - SHAPLA TELEVISION
October 18, 2025, 9:01 pm

অল্প পরিসরে বিশাল আয়োজন সুবিধা বঞ্চিত শিশুদের ফ্রী স্কুল

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১৬, ২০২৫
  • 393 Time View

Hope Rise School-হোপ রাইজ স্কুল
শুভ উদ্বোধন অনুষ্ঠান১৫/৬/২০২৫

এক গৌরবময় ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো Hope Rise School (হোপ রাইজ স্কুল)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফয়সাল মুন।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম এর সম্মানিত সভাপতি ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আব্দুল্লাহ আল মামুন।
তিনি তার বক্তব্যে নতুন প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে শিক্ষার গুরুত্ব ও হোপ রাইজ স্কুলের ভুমিকা নিয়ে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী মাধ্যমিক শিক্ষা অফিস প্রশাসনিক কর্মকর্তা জনাব মতিউর রহমান মানিক।
তিনি তার বক্তব্যে আধুনিক ও মানবিক শিক্ষার প্রয়োগে Hope Rise School-এর অগ্রযাত্রার প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

মিস রহিমা খাতুন কচি, সিনিয়র শিক্ষিকা, টিকিট প্রিন্টিং প্রেস কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়

জনাব আশরাফুল আলম, প্রধান শিক্ষক, আদর্শ স্কুল

মুকিম বিল্লাহ, পরিচালক, গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমি

ডা. ইমরান, মানবিক ডাক্তার

জনাব মনজুর আহমেদ,
সিনিয়র সহ সভাপতি
অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

মো: নিরব, তরুণ সমাজসেবক

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও শিক্ষানুরাগী জনগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত সবার প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত উৎসবমুখর আয়োজন।

Hope Rise School-এর এই শুভ উদ্বোধনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
সবাই এ প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV