1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
শীতে শুরু হয়ে শীতেই শেষ, এমন প্রেমকে কী বলে জানেন? - SHAPLA TELEVISION
October 21, 2025, 10:53 am

শীতে শুরু হয়ে শীতেই শেষ, এমন প্রেমকে কী বলে জানেন?

মোঃ ইউছুপ
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
  • 117 Time View

শীতকালকে বলা হয় বিয়ের মৌসুম। বছরের শুরুতে মানুষ নিজের জীবনকে নতুন করে দেখতে চায়। শীতে তাই পরিচিতদের মধ্যে যেন বিয়ের ধুম পড়ে যায়।
আবার বেশিরভাগ আত্মীয়-পরিজনের সন্তান স্কুলগামী হওয়ায় অন্য সময় পরিবারে বিয়ের আয়োজন করলে সবাই উপস্থিত হতে পারেন না। শীতকালে ছুটির কারণে সবার উপস্থিতি সহজ হয়ে যাওয়ায় ডিসেম্বর-জানুয়ারিতেই বিয়ের অনুষ্ঠান করা হয়।
এসময় কারা সবচেয়ে বিব্রত হয় বলুন তো? পরিবারে যারা সিঙ্গেল এবং বিয়ের উপযুক্ত পাত্র-পাত্রী রয়েছেন তাঁরা। এক বিয়ে খেতে এসে বাড়ির সকলে মিলে তাদের বিয়ের খবর নিতে ব্যস্ত হয়ে পড়েন!
‘তোমার বিয়েটা হচ্ছে কবে, তোমার পালা কবে আসবে, আর কতকাল একা থাকবে’, এমন প্রশ্ন শুনে শুনে বিরক্ত হয়ে ওঠেন তাঁরা। এ বিড়ম্বনার হাত থেকে মুক্তি দিতেই হয়তো সম্পর্কের নতুন এক ধারার সূচনা হয়েছে।
‘স্লেজিং’ নামের এই ডেটিং ট্রেন্ডে যেকোনো প্রেমের সম্পর্কের মেয়াদ থাকছে ছুটির মৌসুম শেষ না হওয়া অব্দি। ছুটি শেষ তো, প্রেমও শেষ।
স্লেজিং ক্রিকেটের দারুণ জনপ্রিয় এক শব্দ। ক্রিকেট খেলায় স্লেজিং হলো প্রতিপক্ষ খেলোয়াড়কে ইচ্ছাকৃতভাবে অপমান বা মৌখিকভাবে ভয় দেখানোর কৌশল। এর উদ্দেশ্য থাকে প্রতিপক্ষের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেওয়া, তারা যেন পারফরম্যান্স খারাপ করে সেটি নিশ্চিত করা।
কিন্তু ডেটিংয়ের ক্ষেত্রে স্লেজিং একেবারেই আলাদা। রোমান্স বিশেষজ্ঞরা একে অন্যতম ‘টক্সিক’ ডেটিং ট্রেন্ড হিসেবে আখ্যা দিয়েছেন। শুধু নতুন সম্পর্কের শুরুই নয়, অনেক ক্ষেত্রে শেষ হয়ে যাওয়ার পরেও অনেকে শুধু লোক দেখানোর উদ্দেশ্যে ছুটির মৌসুম পর্যন্ত তাঁদের সম্পর্কটাকে জিইয়ে রাখেন।
ডেটিং অ্যাপ হ্যাপন-এর রোমান্স বিশেষজ্ঞ ক্লেয়ার রেনেই জেনজিদের এই বিষাক্ত ট্রেন্ডের ব্যাপারে সতর্ক হতে বলেছেন। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের বোঝা উচিত কখন তারা স্লেজিংয়ের শিকার হচ্ছেন। এটি কোনো সুস্থ সম্পর্ক নয়; বরং এটি টক্সিক এবং রীতিমতো রেড ফ্ল্যাগ। এই ধারা মানুষের আবেগের সঙ্গে খেলা করে, এবং স্বল্পমেয়াদী সন্তুষ্টির ঝোঁক বাড়ায়।
স্লেজিং থেকে বেরিয়ে সম্পর্কের সৌন্দর্যকে পরিপূর্ণভাবে উপভোগ করার পরামর্শ দিয়েছেন ক্লেয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV