1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ - SHAPLA TELEVISION
August 15, 2025, 11:02 am

সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
  • 81 Time View

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে হুমকি দিয়েছে অজ্ঞাক দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠেই বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে পরিবার ও এলাকাবাসী।
সমন্বয়ক আহসান হাবীব সায়েম বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আহসান হাবিব সায়েম বলেন, ‘গতকাল রাতের কোনো এক সময় আমার বাড়ির ঘরের দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও এমন লেখাটি দেখতে পেয়ে আমার ভাবি আমাকে জানায়। আমি আমার শোয়ার ঘরের দেয়ালে লেখাটি দেখতে পাই। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্ক হয়ে পড়েছি। পরিবারের সঙ্গে পরামর্শ নিয়ে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।’
সায়েম আরো বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরা এমন কাজটি করতে পারে। আজ এটি আমার বাসায়, আমার রুমের পাশেই লিখেছে। আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইয়ের বাসায় লিখবে ও হুমকি দিতে পারে। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’
বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালের লেখার বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আতঙ্কের। ২৪ এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক। সায়েমকে আইনগত পদক্ষেপ নিতে আমি পরামর্শ দিয়েছি।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, সায়েমের বাড়ির ঘরের দেয়ালে লেখার ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV