1. [email protected] : Administrator :
  2. [email protected] : mukulislam :
  3. [email protected] : newsman :
  4. [email protected] : Osman Goni : Osman Goni
  5. [email protected] : Yousuf :
মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য প‚র্বা’র বিনাম‚ল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে বক্তারা সেবার ব্রত নিয়ে ভাগ্য বিড়ম্বিতদের কল্যাণে কাজ করতে হবে - SHAPLA TELEVISION
August 13, 2025, 10:19 pm

মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য প‚র্বা’র বিনাম‚ল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে বক্তারা সেবার ব্রত নিয়ে ভাগ্য বিড়ম্বিতদের কল্যাণে কাজ করতে হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯
  • 384 Time View

মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য প‚র্বা’র বিনাম‚ল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে বক্তারা
সেবার ব্রত নিয়ে ভাগ্য বিড়ম্বিতদের কল্যাণে কাজ করতে হবে

মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য বিনাম‚ল্যে চিকিৎসা সেবা কার্যক্রম প‚র্বা যুব কেন্দ্রের উদ্দ্যোগে এবং প‚র্বা, আর এম এস, রোটারী ক্লাব অব চিটাগাং হিলটাউন ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সহযোগিতায় রউফাবাদস্থ মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী পর্বে প‚র্বা’র উপদেষ্ঠা রোটারিয়ান খন রঞ্জন রায়ের সভাপতিত্বে এবং প‚র্বা ও প‚র্বা যুব কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আবুল কাশেম, জাতীয় শ্রমিক লীগ কর্ণফুলী গ্যাস শাখার সভাপতি খালেদ ছায়েফ উল্যাহ্ টিপু, কোতোয়ালী ইউনিট থানার যুব বিষয়ক কর্মকর্তা জাহান উদ্দিন, আর এম এস সাধারন সম্পাদক ডাঃ তরুন তপন বড়ুয়া, রোটারী ক্লাব অব চিটাগাং হিলটাউনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, রোটারিয়ান মোঃ সালাহউদ্দিন, ডাঃ দিবাকর বড়ুয়া, ডাঃ আবুল হাসান, প‚র্বা’র সহ সভাপতি জসিম উদ্দিন আমিরী, স্বদেশ যুব ফাউন্ডেশনের সভাপতি আলমগীর হোসেন সৈকত, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার ইসমত জেরিন, প‚র্বা’র সদস্য মোঃ রাব্বি হোসেন ফিরোজ, উর্মি আকতার, ডেইজী মলি­ক, জান্নাতুল ফেরদৌস তুসি প্রমুখ। চিকিৎসা সেবা কার্যক্রমে মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান ও সরকারী শিশু পরিবার (বালিকা) এর প্রায় ২০০ শিশুর শারীরিক সমস্যা, দন্তগত সমস্যার চিকিৎসা ও ব্লাড গ্রুপিং শেষে পর্যাপ্ত পরিমান ঔষুধ সরবরাহ করা হয়। উদ্বোধনী পর্বের আলোচনায় বক্তারা বলেন, মানবসেবা বা পরোপকার সর্বোত্তম গুণ। শুধুমাত্র নিজেদের নিয়ে ব্যস্ত না থেকে শারদীয় দূর্গোৎসবের সমাপনী ও সরকারী ছূটির দিনে পূর্বা’র এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। মানবসেবার মহান ব্রত নিয়ে আমাদের সবসময় সমাজের ভাগ্য বিড়ম্বিতদের কল্যাণে কাজ করে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020
Theme Customized By LiveTV